টলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম তিনি। পর্দায় যেমন সফল, বাস্তব জীবনেও পরিবারকে নিয়ে তার সুখের গল্প ভক্তদের কাছে বরাবরই আলোচনার বিষয়। তবে এতদিন মেয়েকে আড়ালে রেখেছিলেন তিনি। অবশেষে প্রথমবারের মতো মেয়ে কাব্যকে প্রকাশ্যে নিয়ে এলেন এই নায়িকা।
প্রকাশ্যে আসতেই কাব্যের হাসি সবার নজর কাড়ে। অনেকেই বলছেন, ছোট্ট কাব্য মায়ের মতোই হাসিখুশি। মুখশ্রীতেও মায়ের ছায়া স্পষ্ট। এক ভক্ত লিখেছেন, “হাসিটা অবিকল মা কোয়েলের মতো।”
নায়িকা নিজেও মেয়েকে নিয়ে ভীষণ আবেগপ্রবণ। সোশ্যাল মিডিয়ায় কাব্যের সঙ্গে বিশেষ কিছু মুহূর্ত শেয়ার করেছেন তিনি। ভক্তরা সেই ছবি ও ভিডিও দেখে শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
বিনোদন অঙ্গনে এখন কাব্যকেই আলোচনার কেন্দ্রবিন্দু করা হয়েছে। কার মতো দেখতে হবে—এই নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা।
সিনিয়র রিপোর্টার: শেখ নাদিম হোসেন নিলয়
নিউজ রাইটার: মোঃ নূরনবি ইসলাম মাছুম
মন্তব্য করুন